আগামী ২৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের উপ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীরা বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী দিয়ে নির্বাচনী প্রচার প্রচারনা ও শোডাউনসহ অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনা দেখা যায়। এতে ভোটাদের মধ্যে আতংক বিরাজ করছে। গতকাল ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের একদিন আগেও দেবীদ্বার থানা এলাকায় বহিরাগত সন্ত্রাসী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়াসহ দু গ্রুফের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ সহ আটজন আহত হওয়ার ঘটনা জানায় স্থানীয় বাসিন্দারা। গুলিবিদ্ধ দুই যুবককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
স্থানীয় সুত্র জানায়, নৌকার মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারনা ও মারমুখী অবস্থান গ্রহন করার জের ধরে অপর প্রার্থীদের সমর্থক ও স্থানীয়দের সাথে হামলা ও সংঘর্ষের ঘটনা সৃষ্টি হয়। দেবীদ্বার উপজেলায় নির্বাচনী সহিংসতার ঘটনা অতীতে না হলেও এবারের নির্বাচনে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে । ২৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্টিত নির্বাচনে যেকোন ধরনের সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রন করতে আইন শৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানা যায়।
নির্বাচন কার্যক্রম অবাধ ও সুষ্ট ভাবে সমাপ্ত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করার কথা জানায় জেলা রির্টানিং কর্মকর্তা।