সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন স্ট্যাটাস দেয়ায় চুয়াডাঙ্গায় মানিক খান (২৬) নামে কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গিরিশনগর বাজার থেকে তাকে আটক করে পুলিশ। মানিক খান উপজেলার ৬২ আড়িয়া গ্রামের আ.লীগ নেতা জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পোস্টে তিনি লিখেন, ‘যেখানে সেখানে মসজিদ না তৈরি করে কিছু খেলাধুলা করার মাঠ বানালে শিশু কিশোরদের সুস্থ মানসিক বিকাশ ঘটত। এত মসজিদ দিয়েও সমাজের মানবিক বিপর্যয় রোধ করা যাচ্ছে না। কারণ, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ, খেলার মাঠ এবং সাংস্কৃতিক ক্লাব-এই সবকিছুর প্রয়োজন আছে এই সমাজে। কিন্তু শুধু মসজিদ বানানোর কারণে সমাজটা এত বিষাক্ত।’
এমন পোস্ট করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তা স্ক্রিনশট দিয়ে কয়েকজন বিভিন্ন গ্রুপ ও নিজস্ব ওয়ালে শেয়ার করেন। এতে ওই এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই তার বিরুদ্ধে মারমুখী হতে থাকে। তাকে প্রতিরোধ করার জন্য একত্রিত হতে শুরু করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।