পুলিশ ঘুষ খায় ? আমি ব্যবসায়ী আমি ঘুষ খাই না, আমি ৫ টাকার মাক্স ২০ টাকায় বিক্রি করি। আমি শিক্ষক আমি ঘুষ খাইনা, আমার নিকট যে সকল ছাত্র-ছাত্রী প্রাইভেট পরে আমি তাদেরকে পরীক্ষায় পাশ করে দিই। আমি ডাক্তার আমি ঘুষ খাইনা, আমি একজন মাকে নরমাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই। আমি উকিল আমি ঘুষ খাইনা, আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে ওকালতি করি। আমি সাধারণ জনগন আমি ঘুষ খাইনা, আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোট একজন নেতার কাছে বিক্রি করে দিই। সব শেষে বলি শুধু পুলিশ ঘুষ খায় ( যে দেশে সব জায়গায় ঘুষ চলে সবাই খায়, সেখানে শুধু পুলিশের ঘুষ খাওয়া দোষ বা অপরাধ মনে করাটা সম্পুর্ন অযৌক্তিক! মন্তব্য– সানজিদা রুহি