বন্ধু আমার এমন হবে- যে বন্ধু মানে বুঝে, ধনী-গরীব-সাদা-কালো- কিছু নাহি সে খুঁজে ‘ স্বার্থ ছাড়া বন্ধু হবে- আমি ও হব তার, এমন বন্ধুত্ব কোথাও যেন- যায় না পাওয়া আর! শুভ শুভ শুভ জন্মদিন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব এর জন্মদিনে.. শুভেচ্ছা ও অভিনন্দন!