1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অনলাই‌নে ভালবাসার অভিনয় নগ্ন ভি‌ডিও ধারন ক‌রে যুবতী‌কে ব্লাক‌মেইল

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৫৪ বার পঠিত

অনলাইনে এক তরুণীর সাথে প্রমের অভিনয় করে ও তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক করেন এক তরুণ। এরপর ওই মেয়ের নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার নাম করে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতেন ওই তরুণ। পরে থানায় অভিযোগ জানালে তাকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা‌দেশ পু‌লিশের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স অফিসার মো. সো‌হেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ থে‌কে এক ব্যক্তি বাংলা‌দেশ পু‌লি‌শের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স উইং পরিচা‌লিত ফেসবুক পেই‌জে এক‌টি বার্তা প্রেরণ করেন। তি‌নি ব‌লেন, তার প‌রি‌চিত ও প্রতি‌বে‌শি এক মাদ্রাসা ছাত্রী‌ রিফাত শেখ ওর‌ফে আক‌াশ না‌মে এক তরুণের সাথে অনলাইন সম্প‌র্কে জ‌ড়ি‌য়ে পড়ে এবং তার দ্বারা প্রতারণার শিকার হচ্ছে। ‌
মে‌য়ে‌টির সা‌থে প্রে‌মের অভিনয় ক‌রে ও তা‌কে বি‌য়ের আশ্বাস দি‌য়ে অনলাইনে মে‌য়ে‌টির কিছু অপ্রী‌তিকর ছ‌বি ও ভি‌ডিও ধারণ ক‌রে আকাশ। পরবর্তী‌তে এ‌ ছ‌বি ও ভি‌ডিও ব্যবহার ক‌রে নানাভা‌বে মে‌য়ে‌টি‌কে ব্ল্যাক‌মেইল কর‌তে থা‌কে আকাশ। হা‌তি‌য়ে নি‌তে থা‌কে টাকা পয়সা ও গহনা।
শুরু‌তে মে‌য়ে‌টি তার প‌রিবার‌কে কিছু জানা‌তে পা‌রে‌নি। এরইম‌ধ্যে অনেক ক্ষ‌তি হ‌য়ে গে‌ছে। প‌রিবার‌কে বিষয়‌টি জানা‌নোর পর প‌রিবা‌রের পক্ষ থে‌কে মে‌য়ে‌টি‌কে তার সম্ম‌তিক্রমে ত‌ড়িঘ‌ড়ি করে বি‌য়ে দেওয়া হয়। পরে মে‌য়ে‌টির স্বামী ও স্বামীর আত্মীয় স্বজ‌নের কা‌ছে মে‌য়ে‌টির নগ্ন ছ‌বি ও ভি‌ডিও পা‌ঠি‌য়ে বি‌য়ে‌টি ভে‌ঙ্গে দেয় আকাশ।
এর কিছুদিন পর পরিবা‌রের উদ্যেগে মে‌য়ে‌টি‌কে পুনরায় বি‌য়ে দেয়া হয়। আক‌াশ একইভা‌বে দ্বিতীয় বি‌য়ে‌টিও ভে‌ঙ্গে দেয়। সর্ব‌শেষ আর কো‌নো উপায় না পেয়ে প্রতিবে‌শী এক ব্যক্তির সা‌থে পরামর্শ ক‌রে মে‌য়ে‌টি ও তার প‌রিবার। ওই ব্যক্তি সব কথা শু‌নে নি‌জেই বাংলা‌দেশ পু‌লি‌শের ফেসবুক ‌পেই‌জের ইনব‌ক্সে এক‌টি বার্তা পাঠায় মে‌য়ে‌টির জন্য।
বার্তায় মেয়েটিকে সাহায্য করার জন্য পুলিশের পক্ষ থেকে পরামর্শ ও সহ‌যো‌গিতা চান তিনি। উল্লেখ্য, যুব‌কের সুষ্পষ্ট কো‌নো ঠিকানা বা বিস্তা‌রিত প‌রিচয় জানা ছিল না মে‌য়ে‌টির। তিনি শুধু জান‌তেন ছে‌লে‌টির বা‌ড়ি বগুড়া।
বার্তা‌টি পাওয়ার সা‌থে সা‌থেই ‌মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স মে‌য়ে‌টির সা‌থে যোগা‌যোগ ক‌রে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ ও তথ্য সংগ্রহ ক‌রে, এ বিষ‌য়ে গোপালগঞ্জ সদর থানার ওসিকে অবগত ক‌রে এবং উক্ত যুবক‌কে শনাক্ত ক‌রে গ্রেফতার কর‌তে পু‌লিশ সুপার বগুড়া‌ ‌মো. আলী আশরাফ ভূঞাকে অনু‌রোধ করে।
বগুড়া পু‌লিশ সুপ‌ার তাৎক্ষ‌ণিকভা‌বে ডি‌বি পু‌লি‌শের এক‌টি বি‌শেষ টিম গঠন ক‌রেন। এই টিম তথ্য প্রযু‌ক্তি ব্যবহা‌রের মাধ্যমে সম্ভাব্য নানাস্থা‌নে রেইড দেয়। অব‌শে‌ষে বুধবার (১৭ ফেব্রুয়া‌রি) ভোর রা‌তে আকাশ‌কে বগুড়া থানাধীন কলোনী চক ফরিদ মহল্লার এক‌টি বা‌ড়ি থে‌কে গ্রেফতার  করা হয়।
গ্রেফতা‌রের পর জিজ্ঞাসাবা‌দে জ‌ানা যায়, উক্ত আকাশ দীর্ঘ‌দিন ধ‌রে ফেসবু‌কে বি‌ভিন্ন মে‌য়ে‌কে ফ্রেন্ড রি‌কো‌য়েস্ট পা‌ঠি‌য়ে বন্ধুত্ব কর‌তো। প‌রে তা‌দের সা‌থে প্রে‌মের অজুহা‌তে অন্তরঙ্গ হ‌য়ে সেইসব মুহু‌র্তের ছ‌বি ও ভি‌ডিও ধারণ ও তা ব্যবহার ক‌রে ব্ল্যাক‌মেইল ক‌রে আস‌ছিল।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. ম‌নিরুল ইসলাম বাদীর উপ‌স্থি‌তি‌তে দ্রুততম সম‌য়ে প‌র্ণোগ্রা‌ফি আই‌নসহ সং‌শ্লিষ্ট অন্যান্য আই‌নে মামলা রুজু করেন। প‌রে, জেল হাজ‌তে প্রের‌নের উদ্দেশ্যে এক‌টি বি‌শেষ টিম পা‌ঠি‌য়ে আসামি‌কে বগুড়া থে‌কে গোপালগঞ্জে নি‌য়ে আসা হয়।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ ধর‌নের যেকো‌নো প্রতারণার বিরু‌দ্ধে ক‌ঠোর হুঁশিয়া‌রি উচ্চারণ কর‌ছে পু‌লিশ হেড‌কোয়ার্টার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com