প্রেস বিজ্ঞপ্তি:
পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল মহোদয়ের তদারকিতে গোপন সংবাদের ভিত্তিতে বাংগরা বাজার থানা পুলিশ কর্তৃক (এস আই কৃষ্ণ মোহন, এএসআই হুমায়ুন ও এএসআই মনির) অভিযান পরিচালনা কালে বাংগরা বাজার থানার আমিন নগর গ্রামের নিবাসী আসামি আবুল কামালের বাসভবন হতে দুই হাজার (২০০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি আবুল কালামকে (পিতা- ফিরোজ মিয়া আমিন নগর থানা বাংগরা বাজার জেলা কুমিল্লা) গ্রেপ্তার করা হয় এবং আসামিকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, আসামি আবুল কালাম ওয়ারেন্ট ভুক্ত আসামি (জিআর নং ২৬/১৬)।