রাজধানীর শেরেবাংলা নগর থানা ও সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ ফয়সাল হোসেন ওরফে দিপু (২৩), মোঃ বক্কর (৩৩), মোঃ আনোয়ার হোসেন (৩৫), মোছাঃ শাহিনুর আক্তার (৪০), মোঃ নুর হোসেন (২৫), মোছাঃ সাবিনা বেগম (৪০), মোঃ মুক্তার হোসেন (৩৮), মোঃ মোস্তাফিজুর রহমান(২৮) ও মোঃ তোফাজ্জল হোসেন (৪৫)।
গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান , সোমবার (১৫ ফেব্রুয়ারি, ২০২১) বিকাল ০৪.১০ টায় শেরেবাংলা নগর থানার শ্যামলী এলাকা হতে ০৫ জনকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম। এ সময় তাদের হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতাকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন ঢাকা জেলার সাভার থানার গান্ধারিয়া গ্রামে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ আরো ০৪ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানী ও আশপাশ এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো।এ সংক্রান্তে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু হয়েছে।