রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ সেলিম শিকদার ওরফে ঠুলি সেলিম (৩৫)। এ সময় তার হেফাজত থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ জানান, রোববার (১৪ ফেব্রুয়ারি, ২০২১) দুপুর ০২.২০ টায় শাহবাগ থানার এশিয়াটিক সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
তিনি বলেন, গ্রেফতারকৃত দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানী ও আশপাশ এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো। এ সংক্রান্তে গ্রেফতাকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।