চোরাই পথে সোনা আমদানি বন্ধ নেই । রাজধানীর পল্টনে একটি মানি এক্সচেঞ্জ থেকে প্রায় ৩ কেজি সোনাসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। তাদের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাও জব্দ করা হয়।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্টনে ফয়েজ ট্রেডিং নামের একটি মানি এক্সচেঞ্জে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
ফয়েজ ট্রেডিংয়ে এক ঘণ্টার অভিযানে ২০টি সোনার বার ও কিছু অলংকার উদ্ধার করা হয়। এসময় বেশ কয়েকটি দেশের মুদ্রাসহ ২ জনকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. আব্দুর রউফ জানান, মানি এক্সচেঞ্জের নামে প্রতিষ্ঠানটি সোনা চোরাচালানে জড়িত । তিনি বলেন, মানি এক্সচেঞ্জিং একটি প্রতিষ্ঠানের ছদ্বাবরণে অবৈধ কাজগুলো হচ্ছিল। এখানে বিভিন্ন দেশের কারেন্সির বিনিময়ে সোনা বিক্রি হতো।