আজ আমার বাবা সুবেদার মোঃ বেলাল হোসেনের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের আজকের দিনে বাবাকে হারাতে হয়েছে, অল্প বয়সে বাবাকে হারিয়েছি , আমরা তিনটা ভাইকে একা রেখে বাবা এভাবে চলে যাবে ভাবিনি কখনও।পৃথিবীর বাস্তবতা শেখার ও বুঝার আগে বাবাকে হারিয়ে বুঝতে পারি সন্তানের জন্য বাবার ছায়া কতটুকু গুরুত্বপুর্ন। আজ বাবার সাথে পথ চলার সময় গুলকে অনুভব করছি, একটু একটু যখন বুঝতে ও জানার সময় হল তখনি বাবাকে হারালাম। বাবার ভালোবাসা, বাবার স্নেহ, বাবার আদর আজও আমার স্মৃতিতে সতেজ হয়ে ভাসে। আমার বাবা ছিলেন আমার আর্দশ। আজ বাবাকে আমার খুব প্রয়োজন ছিলো বাবার সাথে আমার অনেক কথা বলার ছিলো আমি বলতে পারিনি তাই মনের লুকানো কথাগুলো আজও কারো সাথে ভাগাভাগি করতে পারিনি। বাবার আর্দশ, বাবার সততা, বাবার নৈতিকতা আমার কাছে অতুলনীয়। যাদের বাবা আছে তারা জানেনা বাবার ছায়াটা কতটা তার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ । বাবাহীন পৃথিবীটা বেশ অদ্ভুত ! যাদের বাবা নেই তারা কেবল জানেন বাবার অনুপুস্থিতিটা কেমন ।
বাবা তোমাকে আমরা হারিয়ে কি কষ্ট ও বেদনার মধ্যে আছি কাউকে বোঝানো ও বলার মত নয়, তোমার আর্দশ ন্যায় নীতিতে বাবা আমরা চারটা ভাই যেন বড় হতে পারি আল্লাহ পাকের নিকট এই কাম্য। “রাব্বির হামহুমা রাব্বায়ানি ছাগিরা্”। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহপাক আপনি আমার বাবাকে জান্নাতবাসি করুন।
নাগরিক খবরের পক্ষ থেকে শিক্ষানবিশ সাংবাদিক আবদুর রহমান সাইফের বাবা সুবেদার বেলাল হোসেনের চর্তুথ মৃত্যুবার্ষিকীতে তার আত্বার মাগফেরাত কামনা করছি।