প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করাসহ নানা প্রতারণার অভিযোগে একটি চক্রের মূল হোতাকে আটক করেছে র্যাব।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল থেকে আটক করা হয় চক্রের মূল হোতা রুহুল আমিনকে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল প্রধানমন্ত্রী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের ছবি ব্যবহার করে www.bprimaryschool.org নামে ভুয়া একটি ওয়েবসাইট খোলেন। সেখানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ও শিক্ষক নিয়োগ দেয়ার কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
র্যাব বলছে, প্রতারণার মাধ্যমে সাধারণের কাছে কত টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। সংস্থাটি জানায়, মূলত ২০১৩ সাল থেকে ২০১৮ পর্যন্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রক্রিয়া স্থগিত রয়েছে। আটকের সময় রুহুলের কাছ থেকে ভুয়া সিলসহ জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, সিমকার্ড, মোবাইল ফোন জব্দ করেছে র্যাব। র্যাব বলছে এ চক্রের মূল হোতা রুহুলের সাথে আরো অনেকে জড়িত আছে। তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
এ জাতীয় আরো খবর..