কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার ‘অল প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের পর থেকে নানা মহলে প্রতিবেদনটির জোর সমালোচনা চলছে।
এবার আল জাজিরার প্রতিবেদন নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) তিনি গণমাধ্যমকে বলেন, আল-জাজিরা বাংলাদেশের বাংলাদেশের উন্নয়ন দেখতে পারে না। আল-জাজিরার কাজ মুসলিম দেশগুলোর দোষ খুঁজে বের করা। ব্রিটিশরা নিয়ন্ত্রণ করে এটি। আমাদের একজন জামাই তাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। বিষয়টি ‘খুবই দুঃখজনক’ উল্লেখ করে তিনি বলেন, সবসময় একদল ভালো জিনিসের বিপক্ষে থাকেন। আল-জাজিরার সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, না আমরা সরাসরি যোগাযোগ করি নাই। আমরা এই প্রতিবেদনের নিন্দা জানিয়েছি।
বাংলাদেশে গণমাধ্যমটির সম্প্রচার বন্ধের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আল-জাজিরা বলেছে আরও কয়েকটি প্রতিবেদন দেখাবে। তাদের সম্প্রচার বন্ধ করার আপাতত কোনো পরিকল্পনা নাই। কারণ পৃথিবী এখন উন্মুক্ত। আমরা আশা করব, আল-জাজিরা আরও দায়িত্বশীল হবে। অনেকে ধারণা করছেন, অনেকে পয়সা দিয়ে আল-জাজিরাকে দিয়ে এই প্রতিবেদন করিয়েছে।
বাংলাদেশ নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার মিথ্যাচার নতুন নয়। এর আগেও হেফাজতের সমাবেশে পুলিশের অভিযানে অসংখ্য মানুষকে হত্যা করে লাশ গুম করার ভিত্তিহীন খবর প্রচার করেছিল তারা। এছাড়া জামায়াতের টাকা খেয়ে যুদ্ধাপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে বিতর্কিত প্রতিবেদন প্রচারেরও অভিযোগ রয়েছে আল-জাজিরার বিরুদ্ধে।
এদিকে অভিযোগ রয়েছে, জামায়াতের লবিষ্ট হিসেবে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করতে কাজ করে আসছেন ডেভিড বার্গম্যান। মূলত ডেভিড বার্গম্যানই আল-জাজিরার সঙ্গে ঘাটছড়া বেঁধে যুদ্ধাপরাধের বিচারকাজ প্রশ্নবিদ্ধ করে আসছেন বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। দেশে বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করতে আবারও নতুন এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে বার্গম্যান ও আলজাজিরা।
এ জাতীয় আরো খবর..