কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর বাজারে নৈশ প্রহরী আবুল হাসেম (৫০) কে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত আবুল হাসেম নলুয়া চাদপুর গ্রামের হাসন আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার নলুয়া চাদপুর গ্রামের বাজারে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার দিকে একটি বিকট আওয়াজ হয়। আওয়াজ শুনে একই গ্রামের মফিজুর রহমানের ছেলে রাইস মেইল ব্যবসায়ী বাবুল (৪৫) বাজারে এসে দেখে দুই নৈশ প্রহরী আবুল হাসেম ও সুরুজ মিয়া টায়ার পুরিয়ে আগুনের তাপ নিচ্ছেন। বাবুল তাদের কাছ থেকে আওয়াজের কারন জানতে চাইলে তারা জানেন না বলে উত্তর দিলে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে নৈশ প্রহরীকে আবুল হাশেমকে মারধর করে বাবুল। নির্যাতনে নাইটগার্ড আবুল হাশেম মারা যায় বলে জানান, অপর নৈশ প্রহরী সুরুজ মিয়া।
খবর পেয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।