ওদের কারো মা’নেই অথবা বাবা’নেই,মাথা গুজার ঠিক মতো জায়গা নেই,ওরা সুবিধা বঞ্চিত পথশিশু,কুমিল্লা রেলওয়ে বস্তিতে বসবাস করে গতকয়েক বছর দরে পথশিশু নামটি মুছে দেয়ার অঙ্গীকার করে,সু-শিক্ষা স্বাস্থ্য বস্রের অধিকার নিশ্চিত করতে খোলা আকাশের নিছে সেচ্ছাসেবী প্রিয় সংগঠন পথশিশু কল্যাণ ফাউন্ডেশন গড়ে তুলেছে অদম্য স্কুল এক ও দুই।
করোনার অজুহাতে দীর্ঘ প্রায় ১০ মাস অদম্য স্কুল বন্ধ,তবু থেমে নেই আমাদের ক্রার্যক্রম জাতীয় কর্মসূচি সহ একঝাক মেধাবী সেচ্ছাসেবী তরুণ-তুরুণীর দক্ষ পরিচালনায় আপনাদের আন্তরিক সহযোগিতা পথশিশু কল্যাণ ফাউন্ডেশন ওদের পাশে সবসময়ে আছে
সুবিধা বঞ্চিত কুমিল্লা রেওলয়ে বস্তিতে অদম্য স্কুল ১/২ পথশিশু শিক্ষার্থীদের ১৭/১/২১খ্রীঃ এই শীতে উষ্ণতা উপহার শীতবস্ত্র প্রদান করা হয়। সুশৃঙ্খল ভাবে,পথশিশু কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিচালক, উপদেষ্ঠা,স্কুল শিক্ষক শিক্ষিকা, কুমিল্লা মহানগর ও জেলা নেতৃবৃন্দ সহ ছাত্র-ছাত্রীরা।স্কুল বন্ধের মধ্যেও উপস্থিত থেকে অনুষ্ঠানটি সুন্দর প্রাণবন্তর করেছে,বহু দিন পরে হলেও অনেকটা সুন্দর মূহর্ত কাটলো পথশিশুদের সাথে।