কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে সদর দক্ষিন উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড়ে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার এতিম ছাত্রদের কম্বল বিতরন করা হয়। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ছাত্রদের মাঝে একশ পিস শীতের কম্বল বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, সিনিয়র সহকারি পুলিশ সুপার সদর দক্ষিন সার্কেল প্রশান্ত পাল, সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, পুলিশ পরিদর্শক কমল কৃঞ্চ ধর, এসআই খালেকুজ্জামান,উপস্থিত ছিলেন জামিয়াতুল সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ইয়াকুব আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, মানবিকতার দ্বায়বদ্ধ থেকে জেলা পুলিশের পক্ষ উক্ত কম্বল বিতরন করা হয়। তিনি বলেন, যে কোন প্রয়োজনে আইনী সহযোগিতার জন্য থানায় চলে যাবেন, মুলত থানা হবে মানুষের আস্থার একটি জায়গা।পরিচয় গোপন রেখে যেকোন অপরাধমুলক কর্মকান্ডে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সাধারন মানুষের জন্য পুলিশ আইনগত সেবা দিতে সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।