এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লায় আলোচনা সভা, র্যালি ও কেক কেটে অনুষ্ঠান উৎযাপন করা হয়। কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান রাফি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া, কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রিমা, কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, বিনয় সাহিত্য সংসদের সভাপতি মোতাহের হোসেন মাহবুব, গোমতী টাইমস জেলা প্রতিনিধি নেকবর হোসেন ।
এশিয়ান টিভি কুমিল্লার বিশেষ প্রতিনিধি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ। এছাড়াও কুমিল্লার কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।