রাজধানীর কারওয়ান বাজারে একটি প্রাইভেটকারের সিলিন্ডারের ভেতরেঅেভিনব কায়দায় লুকানো ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. আলী হোসেন (৪৫), মো. জাকির হোসেন (৪০) ও মো. জুয়েল হোসেন (২৭)।
গতকাল র্যাব-২ এর সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারের বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের গেইটের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকারের মধ্যে থাকা চালকসহ তিন জনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা প্রাইভেটকারের সিলিন্ডারে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী প্রাইভেটকারের সিলিন্ডার কেটে ভেতরে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, কক্সবাজার থেকে অভিনব কায়দায় গাড়ির সিলিন্ডার কেটে ভেতরে ইয়াবা ঢুকিয়ে তা ঝালাই করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন তারা।