রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন – মোঃ আলম (৫০), মোঃ সাইফুর রহমান ওরফে রোকন (৩৬), মোঃ মাহতাব উদ্দিন (৪৩) ও মোঃ শাহীন (৩৫)। এ সময় তাদের হেফাজত হতে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ১১ জানুয়ারি, ২০২১ (সোমবার) বিকাল ৫.৪৫ টায় মতিঝিল থানার আরামবাগ এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানের নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম নাগরিক খবরকে বলেন, গ্রেপ্তারকৃতরা চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।