ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে র্যাবের বিশেষ একটি টিম অভিযান চালিয়ে ২ টি ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। সোমবার (১১ জানুয়ারি) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় আটকৃতদের কাছ থেকে ৩ রাউন্ড এ্যামুনিশন, ৪টি চাকু, ৫টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।