কুমিল্লা নগরীর রেইসকোর্স নিশা টাওয়ারের সামনে পুলিশ লাইন শাসনগাছা সড়কে একটি সিএনজি চালিত চলন্ত অটোরিকশাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন জ্বলে ওঠে। এ সময় সিএনজিতে থাকা ৪ জন যাত্রী আগুনে দ্বগ্ধ হয়েছে। শনিবার (০৯ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় রেইসকোর্স নিসা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে সিএনজির আগুন নেভাতে সক্ষম হয়। আহতদের কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।