একটি গ্রাম থেকে একটি দেশ মাদকমুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অব্যাহত অভিযান শুরু হয়। অভিযানের শুরুতে কুমিল্লা ডিবি পুলিশ ১৫০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করে।
ডিবি পুলিশ সুত্র জানায়, কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার)এর সার্বিক দিকনির্দেশনায় বুধবার ৬ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আনায়ারুল আজিম এর নেতৃত্বে এলআইসি টিমের এসআই নজরুল ইসলাম, এসআই আনোয়ার হোসের সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন (৩৫)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির হেফাজত থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ দেড়শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় । ধৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-১৭, তাং-০৬/০১/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১৩(গ)/৪১ রুজু হয়।