1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

মোটরসাই‌কেল চালকদের অজানা প্রশ্ন : ট্রা‌ফিক আইন জানুন ও মে‌নে চলুন

ফয়সাল আহ‌মেদ:
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৭৪৩ বার পঠিত

মোটরসাই‌কেল চালকদের ভুল ধারনা : ট্রা‌ফিক আইন মে‌নে চলুন

★প্রশ্নঃআমার গাড়ির সব কাগজ ঠিক আছে তাহলে কেন আমাকে অযথা মামলা দেয়া হল?
উঃ গাড়ির কাগজ ঠিক থাকলেই যে মামলা হবে না তা কিন্তু নয়।ট্রাফিক রুলস ভায়োলেশন করলে আপনার গাড়ির মামলা হবে।যেমন উল্টো পথে আসা, ওভারস্পিড সহ নানা কারনে মামলা হতে পারে।

★প্রশ্নঃলার্নার কার্ড দিয়ে গাড়ি চালানো যাবে কি?
উঃ কখনোই না।লার্নার কার্ড দেয়া হয় ড্রাইভিং শেখার জন্য রোডে গাড়ি চালানোর জন্য নয়।

★প্রশ্নঃআমার হ্যালমেট গাড়িতে ছিল তাও হ্যালমেটের মামলা কেন দিল?
উঃ হ্যালমেট সাজিয়ে রাখার জন্য নয় পরিধান করে বাইক রাইড করুন।

★প্রশ্নঃগাড়ির সকল কাগজ আপডেট থাকার পরও কেন বাইক রেকার করল?
উঃ গাড়ির সকল কাগজ সাথে না থাকলে কিংবা শুধুমাত্র ফটোকপি থাকলে গাড়ি রেকার হবে কারন মামলা করতে হলে গাড়ির মিনিমাম একটি পেপারস আটক রাখতে হয় যেটি আপনি প্রদানে ব্যার্থ।

★প্রশ্নঃ গাড়িতে রেকার না লাগিয়ে কেন রেকার বিল নেয়া হল।
উঃ গাড়ির কোন কাগজ না থাকলে কিংবা রং পার্কিং এ গাড়ি রেখে চলে গেলে রেকার স্লিপ লেখা হয় কিন্তু রেকার দিয়ে ডাম্পিং প্লেসে না নিয়ে জরিমানা আদায় করা হয় কারন রেকার লাগালে আপনার গাড়ির ক্ষতি হবে আপনার গাড়ির কথা চিন্তা করে ও সাময়িক অসুবিধা থেকে মুক্ত করার জন্য স্লিপ দিয়ে নগদ জরিমানা নেয়া হয়।
★প্রশ্নঃশোরুম থেকে গাড়ি কিনে কাগজ করতে দিয়েই কি AFR লিখে গাড়ি চালানো যাবে?
উঃ কাগজ ব্যাতিত আপনি গাড়ি চালাতে পারবেন না।

★প্রশ্নঃআমার সব কাগজ ঠিক থাকার পরও সার্জেন্ট সাহেব অযথা আমাকে দাড় করিয়ে হয়রানি করছে কেন ম‌নে হয়?
উঃ আপনার সব কাগজ ঠিক থাকলে এবং ট্রাফিক রুলস ভায়োলেশন না করলে আপনাকে কেউই মামলা দিতে পারবে না।

★প্রশ্নঃ আপনাদের রুলসের অভাব নাই।আকাশের যত তারা পুলিশের আইনের তত ধারা ?
উঃপুলিশ কি আইন বানায় বা প্রনয়ন করে?

★প্রশ্নঃগাড়ির সব কাগজ ঠিক আছে,ট্রাফিক রুলস ভায়োলেশনও করিনি, আমার হেলমেটও আছে তবে কেন লুকিং গ্লাসের মামলা দেওয়া হয়?
উঃ লুকিং গ্লাস খুলে ফেলা কোন স্টাইল নয়।হেলমেটের মত এটাও আপনার সেফটির জন্য।

★প্রশ্নঃফ্রগ লাইট ব‌্যবহার করলে কি মামলা হবে?
উঃ আমরা যারা হাইওয়ে গাড়ি চালাই বিশেষ করে শীতকালে ফগলাইট ব্যাতিত গাড়ি চালানো অসম্ভব। সেটা চিন্তা করেই কিছুদিন আগে ফগলাইটের মামলা দেয়া বন্ধ হয়ে গেছে।তবে ফগলাইট হেডলাইটের সাথে লাগানো যাবে না।চাকার পিছনে যে স্ট্যানড আছে সেখানে লাগাবেন।

★প্রশ্নঃ আমার গাড়ি যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি কিংবা ভাই বা বাবার গাড়ি চালাই তাহলে কি মালিকানার মামলা হবে?
উঃ গাড়ি বিক্রি হলে বা ক্রয় করলে অবশ্যই মালিকানা পরিবর্তন করে নিতে হবে।আর উত্তরাধিকার সূত্রে প্রাপ্য হলে মালিকানা করে নেয়াই ভাল কারন আপনিই এটা আজীবন চালাবেন।ভাই বা বাবার গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা কনসিডার করি কারন এক গাড়ির মালিক ত আর ২/৩ জন হয়না।সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন গাড়ির কাগজ সহ।বর ঝামেলা এড়াতে বাবা/ভাই এর গাড়ি চালানোর লিখিত অনুমতিপত্র নোটারি করে নিতে পারেন।

★প্রশ্নঃনিলামে বাইক কিনে কাগজ করা যায়? অনেকেই বলে করা যায়।আর নিলামকৃত বাইক কি রোডে চালানো যায়?
উঃ নিলামে বাইক ছাড়া হয় পার্টসগুলো ব্যবহারের জন্য।হাইকোর্ট কর্তৃক নিলামকৃত বাইক চালনা অবৈধ বিধায় রোডে চালানোর প্রশ্নই আসে না।যদি কেউ বলে থাকে ১০০% কাগজ করে দিতে পারবে তবে জেনেশুনে প্রতারিত হবেননা।

★প্রশ্নঃবর্ডার ক্রস বাইক কিনে কি কাগজ করা যায়।বিক্রয় করার সময় বলা হয় সব কাগজ করে দিবে।
উঃ না বর্ডার ক্রস বাইকের কাগজ করা যায় না।যারা বলে, মনে রাখবেন জেনে শুনে প্রতারিত হতে হ‌চ্ছেন।

মোটরসাই‌কেল চালকদগণ ট্রা‌ফিক আইন মে‌নে চলুন, নিরাপ‌দে বা‌ড়ি‌তে ফিরুন। সব সময় হ্যালমেট পড়া,,ট্রাফিক আইন মেনে চলা, অন্যকেও মানতে সহযোগিতা করা কর্তব‌্য। আইন মে‌নে চলা আপনার আমার দা‌য়িত্ব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com