1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

র‌্যা‌বের অ‌ভিযা‌নে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪৭৫ বার পঠিত

চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভার থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারককে  গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। সোমবার (৪ জানুয়ারি) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৪) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার (৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ জানতে পারে যে ‘প্রজন্ম ফোর্স (প্রা.) লিমিটেড’ নামক একটি কোম্পানি সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল ওইদিন বিকেলে সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকার ওই কোম্পানির অফিসে অভিযান পরিচালনা করে ৪ জন প্রতারকদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার শাহারা বানু (৩৫), সিরাজগঞ্জ জেলার মো. মশিউর রহমান (২১), কুড়িগ্রাম জেলার মো. রবিউল ইসলাম রবি (২১), এবং পাবনা জেলার মিস সাবিনা ইয়াসমিন (১৮)। একই সঙ্গে সেখান থেকে চাকরিপ্রার্থী ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার করে র‍্যাব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা তাদের নিজ নিজ কৃতকর্মের বিষয় স্বীকার করেছে। রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে বেনামে ভুঁইফোড় প্রতিষ্ঠান খুলে তারা।পরে তারা দেশের বিভিন্ন স্থান হতে মধ্য শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অসচ্ছল যুবক-যুবতীদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল।
উক্ত গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক সদস্যদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com