ছবিতে প্রদর্শিত ব্যক্তি একটি হত্যা মামলার পলাতক অভিযুক্ত। তাকে গ্রেফতারের সহায়তার আহবান জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই বগুড়া জেলা সূত্রে জানা যায়, হত্যা মামলার পলাতক অভিযুক্ত ব্যক্তির নাম রাজু মিয়া। তার বাড়ি নারয়ণগঞ্জ জেলায়। সে ২০১৭ সালে বগুড়া জেলার শিবগঞ্জ থানার সাইদুল ইসলামের মেয়ে শারমিন আক্তারকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর সে তার স্ত্রী শারমিন আক্তারকে হত্যা করে পালিয়ে যায়। এই সংক্রান্তে শিবগঞ্জ থানায় হত্যা মামলা রুজু হয়েছে। যার তদন্ত করছে পিবিআই বগুড়া জেলা।
তদন্তকালে পলাতক অভিযুক্তের প্রকৃত নাম ঠিকানা সনাক্ত করা সম্ভব হয় নি। যদি এই ব্যাক্তি সম্পর্কে কোন সঠিক তথ্য কেউ জেনে থাকেন তাহলে পুলিশ সুপার, পিবিআই বগুড়া জেলা, মোবাইল ফোন ০১৩২০০৩১৪৭০ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।সুত্র: ডিএমপি