কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহপতিবার ভোর রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাতিসা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে পিকআপে করে গাঁজা পরিবহনকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ও পিকআপ তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন মথুরাপুর (মিস্ত্রীবাড়ি) গ্রামের মৃত আলী আকবরের ছেলে মোঃ নজরুল ইসলাম (৩০) ও পটুয়াখালী জেলার বাউফল থানাধীন অলিপুরা গ্রামের মোঃ হান্নান মৃধার ছেলে মোঃ ফজলে রাব্বী(২২)। র্যাব ১১ সিপিসি ২ অধিনায়ক মেজর সাকিব বিষয়টি নিশ্চিত করেন।