কুমিল্লা বুড়িচং থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
পুলিশ সুত্র জানায়, বুড়িচং থানা পুলিশের এস আই সুজয় কুমার মজুমদার সঙ্গীয় এএসআই মোঃ অহিদুর রহমান মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে রাজাপুর ইউনিয়ন এর পাচওরা আসকর আলী পুকুর পাড় থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করে। গ্রেফতারকৃত আসামি জেলার মুরাদনগর উপজেলার রহিম পুর গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ শাকিল (২৬)।
পৃথক আরোও একটি অভিযানে বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে বুড়িচং থানা পুলিশের এসআই বিনোদ দস্তগীর, এস আই মোঃ অহিদুর রহমান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ রেললাইনের পশ্চিম পাশে থেকে এক মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হল উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ গ্রামের চারু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শরীফুল ইসলাম (২৪)।বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান পৃথক দুটি অভিযানে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।