ভাঙ্গায় খাস জমিতে অনিয়ম ও দুর্নীতি করে বরাদ্দ দেওয়া দোকান বাতিলের দাবি জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ দোকান বাতিল করা না হলে ঢাকা-বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ ও ভাঙ্গা পৌর বাজারে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গা বাজার টিন পট্টিতে ‘সাপ্তাহিক ভাঙ্গা কণ্ঠ’ পত্রিকার ৯তম বর্ষ পালন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আল্টিমেটাম দেন।
খাস জমিতে অনিয়ম ও দুর্নীতি করে লাখ লাখ টাকার বিনিময়ে কিছু অসাধু ব্যক্তিকে দোকান বরাদ্দ দেওয়ায় বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি বলেন, আগামী ১০ জানুয়ারির মধ্যে বরাদ্দ বাতিল না হলে ১১ জানুয়ারিতে সকাল-সন্ধ্যা হরতালে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়া হবে। ভাঙ্গায় ঢাকা-বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ ও পৌর বাজারে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
ভাঙ্গার ইউএনও মো. রকিবুর রহমান খাঁন ও এসিল্যান্ড মো. আল-আমিন মিয়ার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিভাগীয় তদন্ত দাবি করেন এমপি নিক্সন চৌধুরী।
এ সময় এমপি নিক্সন চৌধুরী ভাঙ্গা প্রেসক্লাবের জায়গা ও ভবন করে দেওয়ার ঘোষণা দেন।
সাপ্তাহিক ভাঙ্গা কণ্ঠের সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. ফাইজুর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি প্রমুখ।
এ জাতীয় আরো খবর..