কুমিল্লা মহানগরীর মুন্সেফবাডী এলাকায় ব্যবসায়ী সাইফুল ইসলামের (৩৮) উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৯টায় সময় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
আহত সাইফুল ইসলামের স্বজন ও অভিযোগ থেকে জানা যায় -নগরীর টমছমব্রীজ এলাকার ভাড়াটিয়া হোসেন মো: ফরহাদ ফেইথ লিভিং লি: নামীয় একটি প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে কর্মরত ছিল। একই প্রতিষ্ঠানের এমডি সাইফুল ইসলামের সাথে ব্যবসায়িক দ্বন্ধ ছিল। এরই জের ধরে গতকাল রোববার ২৭ ডিসেম্বর রাতে সাইফুল রাজঞ্জ বাজার থেকে রিক্সাযোগে মহিলা কলেজ রোডে যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়ে মুন্সেফবাড়ী এলাকা অতিক্রম করার সময় আকস্মিক মোটর সাইকেল দিয়ে সাইফুলের রিক্সা গতিরোধ করে ফরহাদ , এ সময় তার সাথে থাকা অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসী দৌড়ে এসে কিছু বুঝার আগেই লোহার রড় ও লাঠি দিয়ে সাইফুলের উপর হামলা চালিয়ে মারাত্বক জখম করে। এলোপাতাড়ি কিল ,ঘুষি ও লাথির আঘাতে সাইফুল চিৎকার দিয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যায়, এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসতে দেখে ফরহাদ তার সাথে সঙ্গীয় দলবল নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় সাইফুলকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়, এ সময় ডাক্তার তার অবস্থা অবনতি দেখলে অন্যত্র চিকিৎসার জন্য প্রেরণ করে। পরিবারের লোকজন খবর পেয়ে সাইফুলকে নগরীর মুন হসপিটালে সিসিইউতে ভর্তি করে । বর্তমানে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে । এ ঘটনায় আহত সাইফুল ইসলাম ফরহাদকে প্রধান আসামি করে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করে।