1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মশাল মিছিল। ২১ এপ্রিল ২০২৫, সোমবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি আসাদুল সিকদার এর নেতৃত্বে আই.এইচ.টি কলেজ ছাত্রদলের মহাখালীতে মশাল মিছিল। এপ্রিল ২১, ২০২৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। সোমবার, এপ্রিল ২১, ২০২৫ শহীদ জাহিদুল ইসলাম পারভেজের হ/ত্যা/র প্রতিবাদে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বি/ক্ষো/ভ মি/ছি/ল। বনানী থেকে ২১ এপ্রিল ২০২৫, সোমবার আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় নারায়ণগঞ্জে আটক ছাত্রদল নেতা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র নবাব পারভেজ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল। ব্রিফিং | বিএনপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) লিয়াজোঁ কমিটির বৈঠক | ১৯ এপ্রিল ২০২৫, শনিবার নাছিরপুর জলমহাল: দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা; এক ডাবলুতেই আতঙ্ক পদত্যাগ করলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ ভূঁইয়া একাত্তরের রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে: শারমীন এস মুরশিদ

রাজধানী‌তে বা‌স ছিনতাই ক‌রে যাত্রী সে‌জে ডাকা‌তি : ৩ ডাকাত গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৮১ বার পঠিত

প্রথ‌মে যাত্রী সেজে  বাস ছিনতাই ক‌রে পরে সেই বাসেই ডাকাতি। বুধবার (২৩ ডিসেম্বর) এমনই এক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে মহানগর পুলিশ। রাজধানীসহ ঢাকার আশপাশের বিভিন্ন স্থানের যাত্রীদের বাসে তুলে হাত বেঁধে সর্বস্ব লুট করে নেয় এই চক্রের সদস্যরা। এ সময় ডাকাতদ‌লের সদস‌্যরা যাত্রীদের নির্যাতনও ক‌রে থা‌কে ।

যাত্রীদের নামিয়ে  বাস বন্ধের জন্য যখন ধোয়া মোছার কাজ করছে চালক এবং হেলপার তখনই শ্যামলীতে বাস‌ের দরজা বন্ধ করে চালক এবং হেলপারকে বেঁধে ফেলে ডাকাত সদস্যরা। এরপরই নিজেরাই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলে হাত-পা বেঁধে সবকিছু কেড়ে নেয় ডাকাত সদস্যরা।
গত শনিবার (১৯ ডিসেম্বর) সকালে খিলক্ষেত থেকে ১৫-২০ জন যাত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে বেরিয়ে আ‌সে  আগের দিন শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে বিমানবন্দর থেকে অন্য একটি গাড়ি ছিনতাই করে একইভাবে ডাকাতি করে এই দ‌লের সদস্যরা।
গ্রেফতারকৃত ডাকাত ল মনিরুল, নূরনবী ওরফে নবী সোহেল এবং জিহাদ। এ সময় তাদের কাছ থেকে হাত বাঁধার গামছা উদ্ধার এবং কাপড় উদ্ধার করা হয়। পুলিশ বলছে, এই চক্রের সাথে ৩০ জনের অধিক জড়িত। তারা সবাই পেশাদার ডাকাত সদস্য।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, শনিবার রাত ১০টার সময় তারা উত্তরা এপিবিএনের মাঠ থেকে আরেকটি বাস ডাকাতি করেছে। সেখান থেকে বাসটা নিয়ে হেলপার, ড্রাইভার, সুপারভাইজারকে হাত-পা বেঁধে প‌থে ফেলে দেয়।
পুলিশ জানায়, শনিবার সকাল আনুমানিক আট ৮টায় খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকা থেকে খিলক্ষেত থানা পুলিশ একে ট্রাভেলসের একটি বাস থেকে ১৫ থেকে ২০ জন যাত্রীকে হাত-পা বাঁধা চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। যেখানে বাসটির চালক হেলপার সুপারভাইজার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও যাত্রী ছিল।
উদ্ধার হওয়া যাত্রীরা জানান আনুমানিক আড়াইটার দিকে, শ্যামলী থেকে একে ট্রাভেলসের কাউন্টারের সামনে থেকে ১০ থেকে ১২ জন সশস্ত্র ডাকাত জোরপূর্বক বাসের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের হাত-পা বেঁধে বাসটিকে  নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে যাত্রীদের বাসে তুলে তাদেরকে জিম্মি করে তাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন স্বর্ণ অলংকার এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
উদ্ধার যাত্রীদের তথ্যের ভিত্তিতে পুলিশ আরও একটি গাড়িকে শনাক্ত করে যেটি আশুলিয়া ক্লাসিক পরিবহন নামে পরিচিত তারাই আগের রাত  শুক্রবার একই কায়দায় রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বাসটি ছিনতাই করে আশুলিয়া বাইপাইল সাভার গাবতলী হয়ে ঢাকায় প্রবেশ করে। পথে অপেক্ষমাণ যাত্রীদের সর্বস্ব লুট করে সুবিধাজনক স্থানে নামিয়ে দেয়।
এই দলের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। তাদের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত এবং  আদাবর থানায় একাধিক মামলা দায়ের করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com