রাজধানীর মিরপুরে অপহরণের ২ দিন পর শাহ আলী মার্কেটের ১৩ তলা থেকে স্কুল ছাত্র সামনুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়।
ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা। বাবার আহাজারি; ১১ বছরের ছেলে হত্যার বিচারের দাবিতে আর্তনাদ করে বলেন, আমার ছেলেরে যেভাবে ফাঁসি দিয়ে মারছে আমিও খুনীদের ওইভাবে ফাঁসি চাই।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুরে ব্যাডমিন্টন খেলার সময় স্কুল ছাত্র সামনুনকে অপহরণ করা হয়। এর কিছুক্ষণ পর মুক্তিপণের জন্য ফোন দেয় অপহরণকারীরা। এরপরই পুলিশে জানায় পরিবার।
পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার ওই এলাকার ৪ জনকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। অপহরণকারীদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে মামুনের মরদেহ
উদ্ধার করা হয়। মুক্তিপণ চাইলেও অপহরণের কিছুক্ষণ পরই সামনুনকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।
মিরপুর মডেল থানার ওসি বলেন, বিস্তারিত তদন্ত করলে জানা যাবে, তারা মুক্তিপণটা কেনো পরে দাবি করছে। হত্যার আগে কোনো টাকা পয়সা চায়নি। আরেকটা বিষয়ও থাকতে পারে, হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত ছিলো। তাদের কারো টাকার দরকার থাকতে পারে। অথবা মূল যে হত্যাকারী ছিলো তাকেও চাপ দিতে পারে যে, টাকা পয়সা কিছু আনো। অপহরণের পাশাপাশি পারিবারিক দ্বন্দ্বের কোনো ঘটনা আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। নিহত সামনুন মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোক বিরাজ করছে।
এ জাতীয় আরো খবর..