জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড, এমএসএড ও এমপিএড কোর্সের মেধা তালিকা সোমবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় প্রকাশ করা হবে। উক্ত ফল পেতে এসএমএসের মাধ্যমে nu লিখে একটি স্পেস দিয়ে atmp লিখতে হবে। এর পর আরো একপি স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে । এতেই ফল পাওয়া যাবে।
একইদিন ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এ রাত ৯টা থেকে পাওয়া যাবে।
বৈশ্বিক মহামারি পরিস্থিতি বিবেচনায় এনে এ ভর্তি কার্যক্রমের অনলাইন ক্লাস ২০২১ সালের ৩ জানুয়ারি থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। অর্থাৎ দ্বৈত ভর্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।