ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকা থেকে ৭৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।বুধবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১০-এর একটি দল কেরানীগঞ্জ থেকে তাদের আটক করে।গ্রেফতার দুই জন হলেন মো. বাবুল হোসেন (৩২), মো. নাঈম (২৩)। তাদের বাড়ি খুলনার খালিশপুরের মজগুরনি ও হার্ডবোর্ড গেট এলাকা।
র্যাব-১০-এর অতিরিক্ত ডিআইজি কাইয়ুমুজ্জামান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার দুই জন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।তিনি আরও জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ও ৮৫৫ টাকা উদ্ধার করা হয়।
এ জাতীয় আরো খবর..