গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে, সনাক্ত হয় ১ হাজার ৬৬৬ জন। রবিবার বিকালে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত একদিনে ১৩৭টি পরীক্ষাগারে ১৩ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ১ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে দাঁড়ালো।গতকালের ৩১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৩৮ জনে ।
গত একদিনে আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন হয়েছে।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়ার মধ্যে পুরুষ ২৪ জন, নারী ৭ জন। বেশি মৃত্যুর সংখ্যা ১৮ জন ঢাকা বিভাগে।