কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নভেম্বর ২০২০ ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন নন্দনপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও ইয়াবাসহ মোছা আহম্মেদ প্রকাশ মুন্না (২৯) নামের একজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। এসময়ে গ্রেফতারকৃত আসামীর দেহ ও প্রাইভেট কার তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি এবং ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী কুমিল্লা সদর উপজেলার ভূবনগড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোছা আহম্মেদ মুন্না। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেট কার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।