বরিশালের গৌরনদী উপজেলায় পাশের বাড়ি খেলতে যাওয়ায় ৪ বছর ৯ মাসের ভাগ্নির নিম্নাঙ্গে গরম খুন্তির ছ্যাকা দিয়েছে শিশুটির মামী। এ ঘটনায় ওই নারী শাহনাজ পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে বরিশালের গৌরনদী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আর নির্যাতনের শিকার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ওই শিশুর বাবা মায়ের মধ্যে পারিবরিক কলহ থাকায় তারা একসঙ্গে থাকেন না। সে কারণে শিশুটি উপজেলার বাদামতলী গ্রামে মামার বাড়িতে থাকে। গত ২১ নভেম্বর বিকালে শিশুটি প্রতিবেশির বাড়িতে খেলতে গেলে রাগ হয়ে তার মামী শাহনাজ পারভীন তার নাভী ও যৌনাঙ্গের মাঝে গরম খুন্তি দিয়ে ছ্যাকা দেয়।
বিষয়টি পুলিশ জানতে পেরে রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন।