রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যা্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতাররা হলেন, মো. মজিদ মিয়া (৪০) ও শাকিল আহম্মেদ (২৬)।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, রোববার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল ঢাকা দারুস সালাম থানার দারুস সালাম টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ইয়াবা ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা দীর্ঘদিন যাবত ঠিকানা বদল করে কক্সবাজার জেলা হতে ইয়াবা ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।