কুমিল্লা র্যাব ১১ সিপিসি টু এর পৃথক দুটি অভিযানে ইয়াবা ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে ও মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ও বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় র্যাব-১১ সিপিসি ২ এর কার্যালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, দুপুরে জেলার বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছেন- বুড়িচং উপজেলার চড়ানল মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে শাহিন (৩৫) ও নোয়াখালী সদরের উত্তর কালিরচর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে জসিম (৪০)।পৃথক আরেকটি অভিযানে আদর্শ সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স ও সিএনজিতে তল্লাশি চালিয়ে ২৮১ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় স্বপন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে র্যাব।
এ জাতীয় আরো খবর..