যশোরে ট্রেনের সঙ্গে কয়লাবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ কন্ধ রয়েছে।শনিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে শহরতলী মুড়লি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে নওয়াপাড়া থেকে কয়লাবোঝাই একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিল। শহরতলীর মুড়লি রেলক্রসিংয়ে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেন কপোতাক্ষের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ট্রাকের চালক আকবর আলী নিহত হন। সহযোগীকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বন্ধ থাকা ক্রসিংয়ের গেট ভেঙে ট্রাকটি চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। লাইনের ওপরে ট্রাক পড়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ জাতীয় আরো খবর..