রাজনৈতিক নেতাদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলার আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগ, মহানগর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস।
বক্তব্যে তারা জানান, গত ১১ নভেম্বর ছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন। ওইদিন কুমিল্লা মহানগরীর ২৫নং ওয়ার্ডের পুরাতন চৌয়ারা বাজার এলাকায় জিল্লুর রহমান চৌধুরী জিলানী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা, যা খুবই বেদনাদায়ক, ঘৃণাকর একটি ঘটনা। কুমিল্লা মহানগর আ.লীগ, মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।
তারা বলেন, রাজনৈতিকভাবে আমরা হত্যা, চাঁদাবাজ, মাদক ও কলহের বিরুদ্ধে। অথচ একটি ষড়যন্ত্রকারী যারা সবসময় স্বাধীনতাবিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকে, তারাই মহানগর আওয়ামী লীগের কর্ণধার ও মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও আর্দশ সদর আওয়ামী লীগের নেতৃত্বকে কলুষিত করার জন্য জিল্লুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করেছে।
মামলার ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদসহ কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতিক জহিরুল ইসলাম রিন্টুকে। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী সপ্তাহখানেক ধরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটান যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ভোর থেকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। অথচ এই নির্দোষ ব্যক্তিকে হত্যা মামলার আসামি করা হয়েছে অন্যায়ভাবে। সংবাদ সম্মেলনে তারা এসব কথা তুলে ধরেন।
উক্ত ষড়যন্ত্রমূলক মামলায় জড়িত করা নেতারাসহ যারা মামলার বিষয়ে নানা রকম কূটকৌশলে লিপ্ত সবার মোবাইল ফোন ট্র্যাকিং ও ভয়েস রেকর্ড সংগ্রহের মাধ্যমে উক্ত ঘটনায় প্রত্যেকের অবস্থান ও তাদের সম্পৃক্ততা নিরূপণের জোর দাবি জানাচ্ছি জানান তারা।
Leave a Reply