কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা লাকসাম মনোহরগঞ্জ দুটি উপজেলার সমন্বয়ে একটি আসন। সর্বপ্রথম এ আসন থেকে কুমিল্লার গর্বিত সন্তান হিসেবে নৌকা প্রতীকে ১৯৯৬ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে জয় লাভ করে সর্বশেষ একাদশ সংসদের নির্বাচিত সংসদ সদস্য ও সফল ব্যক্তি হিসেবে তাজুল ইসলাম অতুলনীয়। জননেত্রী শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী দেশের গ্ররুত্বপুর্ন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মনোনিত করেন। মন্ত্রীত্ব পাওয়ার পর শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে নিজেকে স্বচ্ছ রেখে দেশের উন্নয়নে সর্ব্বোচ কাজ করে যাচ্ছেন তাজুল ইসলাম।
শিক্ষা জীবন :
জুলফিকার আলী ও আনোয়ারা বেগম দম্পতির ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে তিনি সবার বড়। ছাত্রজীবন শুরু হয় গ্রামের পোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। মাধ্যমিক পরীক্ষা দেন পোমগাঁও উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চ মাধ্যমিক লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ এবং অনার্স-মাস্টার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ব্যবস্থাপনা বিভাগ) থেকে। শিক্ষার বিস্তারে তার অবদান অনেক। তিনি নিজ এলাকায় অসংখ্য স্কুল কলেজ তৈরি করেছেন। তার বাবার নামে একটি কারিগরি স্কুল তৈরি করেছেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনেটর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত পরিচিতি:
সহধর্মীনি ফৌজিয়া ইসলাম। বিবাহিত জীবনে তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক। ছেলেরা শিক্ষাজীবন শেষ করে দেশের মাটিতে ব্যবসা-বাণিজ্য করছেন। নিজেদের শিল্প প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়েদের মধ্যে একজন ব্যারিস্টার আর অন্যজন উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় পড়াশুনা করছেন। বিয়ের পর পর চট্টগ্রামে সাফল্যের ছোঁয়া পায় মোঃ তাজুল ইসলাম। নিজের মেধা ও যোগ্যতার মাধ্যমে সাফল্যের সাথে নিজেকে দাঁড় করান এক নতুন দিগন্তে। ফেবিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সহ বর্তমানে ২০ টি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী তিনি। যমুনা ব্যাংকসহ ২টি বেসরকারি ব্যাংকের পরিচালনা করছেন তিনি। দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশির্বাদপুষ্ট মোঃ তাজুল ইসলাম ১৯৯৬ সালে সর্বপ্রথম লাকসাম-মনোহরগঞ্জের মাটি ও মানুষের ভালবাসাকে পুঁজি করে মহান জাতীয় সংসদে নৌকা প্রতীক নিয়ে জয়ের মালা পরিধান করে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আবারো তিনি নৌকা মার্কা নিয়ে জয়ী হয়ে মহান জাতীয় সংসদে যান এবং ২০১৪ সালের নির্বাচনে ৩য় বারের মত মহান জাতীয় সংসদে যান। তিনি সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ র্থ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রীত্ব লাভ করে দেশের গুরুত্বপুর্ন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি তার নির্বাচনী এলাকায় উন্নয়নের ধারাবাহিকতায় সব সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সততা, আদর্শিক রাজনীতি, উন্নয়ন কর্মকান্ড ও মানুষের ভালোবাসায় আজ তিনি দেশের গস্খরুত্বপূর্ন মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে পেয়েছে কুমিল্লা ৯ নির্বাচনী লাকসাম মনোহরগঞ্জ উপজেলার জনগণ।