রাজধানীর ডেমরার কোনাপাড়ায় লাইটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ১০ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার মাতুয়াইলে বাদশা মিয়া সড়কের পাশা এনার্জি লিঃ এর ১০তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।
সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান জানান, রাজধানীর ডেমরা কোনাপাড়ার ১০ তলার পাশা টাওয়ারের ৫-৬-৭ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে ১৬টি ইউনিট কাজ করছে। ওই লাইট কারখানায় ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়া মাত্র পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট সেখানে যায়।তিনি আরোও বলেন ১৬ টি টিম নিয়ে দীর্ঘ ১০ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হোন এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে রয়েছে।।
এ জাতীয় আরো খবর..