সংবাদ প্রকাশের জের ধরেই সাংবাদিক গোলাম সারোয়ারকে অপহরণ করে থাকতে পারে বলে ধারনা করেন অনেকে। সারোয়ার বলেন অপহরণ করার পর তারা আমাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করতো। বেল্ট জাতীয় কিছু একটা দিয়ে মারতো আর বলতো নিউজ করবি কিনা বল।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে অপহরণের বিষয়ে জানতে চাইলে সাংবাদিক সরওয়ার এসব কথা বলেন। এর আগে নিখোঁজের চার দিন পর শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ব্রিজঘাট এলাকায় গোলাম সরওয়ারকে ফেলে যায় অপহরণকারীরা। এরপর তাকে দেখে স্থানীয়রা খবর দিলে নগর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে চমেক হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে তিনি চমেক হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি ,মামলা দায়ের করার পর যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান কোতয়ালী জোনের সহকারি পুলিশ কমিশনার।