রাজধানীর উত্তরা থেকে দুই হাজার ৭৭৫ ইয়াবাসহ মো. শফিকুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানা এলাকার ৭নং সেক্টরের সার্ভিস রোড থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গ্রেফতার শফিকুল কুড়িল বিশ্বরোড হতে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের জন্য উল্লেখিতস্থানে অবস্থান করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।