ঢাকা পল্লবী ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক দুটি অভিযানে সাত হাজার ৪০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।আটকরা হলেন-কোরবান আলী (২১), মো. মেহেদী হাসান লাভলু (৩০), সাইদুর রহমান জয় (২১) ও নুরে আলম সজীব (২৭)। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪-এর সহকারি পরিচালক (অপস) জিয়াউর রহমান চৌধুরী।
তিনি জানান, বুধবার (৬ অক্টোবর) ভোরে পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার ৬৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৪-এর একটি দল। পৃথক আরেকটি অভিযানে বুধবারে সকালে রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অভিযান চালিয়ে মাদক কারবারি মো. নুরে আলম সজীবকে (২৭) পাঁচ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরোও জানান গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিশেষ কায়দায় রাজধানীর বিভিন্ন এলাকার মাদক ডিলারদের কাছে সরবরাহ করতেন।