আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবাহ ওয়া আমালান মুতাকাব্বালা।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে এমন জ্ঞান চাই, যা আমার জন্য উপকারী। এমন জীবিকা চাই, যা আমার জন্য পবিত্র ও হালাল এবং এমন আমলের তাওফিক চাই, যা আপনার দরবারে কবুল হবে।
উম্মে সালামা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) ফজরের নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই নিয়মিত দোয়াটি পড়তেন। (সুনানে ইবনে মাজা, হাদিস : ৯২৫)