অপরিচ্ছন্ন স্থানে রান্না খাবার পরিবেশনের দায়ে কুমিল্লা জেলার নামকরা হোটেল ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত নূরজাহান ও ছন্দু হোটেল ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পৃথক সময়ে কুমিল্লা মহানগরীর চকবাজার, মুগলটুলী এবং ঝাউতলায়ও একাধিক রেস্টেুরেন্টে অভিযান পরিচালনা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
রবিবার ( ৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত পৃথকভাবে ভোক্তা অধিকার আইনে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। অভিযানে ছিলেন ভোক্তা অধিকারের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
Leave a Reply