1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

ঝা‌লিকা‌ঠি পু‌লিশ সুপা‌রের ব‌্যতিক্রম উ‌দ্যোগ: সন্ধ‌্যার পর শিক্ষার্থী‌দের ঘ‌রে থাকার নি‌র্দেশ

ঝালকা‌ঠি সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩৪৯ বার পঠিত
সন্ধ‌্যার পর বা‌হি‌রে থাকা শিক্ষার্থী‌দের বু‌ঝি‌য়ে বা‌ড়ি‌তে পাঠা‌চ্ছেন ঝালকা‌ঠি পু‌লিশ সুপার

সন্ধ্যার পর লেখাপড়া বাদ দিয়ে রাস্তায় ঘোরাফেরা, চায়ের দোকান এবং পার্কে আড্ডারত ছেলে-মেয়েদের ঘরমুখি করতে বিশেষ অভিযান চালি‌য়ে যা‌চ্ছেন মান‌বিক পু‌লিশ ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন পি‌পিএম।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সন্ধ্যার পর লেখাপড়া ফাঁকি দিয়ে যেসব শিক্ষার্থী চায়ের দোকান এবং পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর জন্য পু‌লি‌শের  একটি বিশেষ টিম কাজ কর‌ছে । লেখাপড়া ফাঁকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংসের পথে পা বাড়াতে না পারে সে দিকে খেয়াল রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার ফা‌তিহা। স্থানীয় বা‌সিন্দারা পু‌লিশ সুপা‌রের এ ধর‌নের উ‌দ্যোগ‌কে সাধুবাত জা‌নি‌য়ে‌ছেন। সক‌লে পু‌লি‌শ সুপার ফা‌তিহা ইয়াস‌মি‌নের এ ধর‌নের অ‌ভিযান নি‌য়ে ব‌্যাপক প্রশংসা মে‌তে ও‌ঠেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com