সন্ধ্যার পর লেখাপড়া বাদ দিয়ে রাস্তায় ঘোরাফেরা, চায়ের দোকান এবং পার্কে আড্ডারত ছেলে-মেয়েদের ঘরমুখি করতে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছেন মানবিক পুলিশ ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন পিপিএম।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সন্ধ্যার পর লেখাপড়া ফাঁকি দিয়ে যেসব শিক্ষার্থী চায়ের দোকান এবং পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর জন্য পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে । লেখাপড়া ফাঁকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংসের পথে পা বাড়াতে না পারে সে দিকে খেয়াল রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার ফাতিহা। স্থানীয় বাসিন্দারা পুলিশ সুপারের এ ধরনের উদ্যোগকে সাধুবাত জানিয়েছেন। সকলে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের এ ধরনের অভিযান নিয়ে ব্যাপক প্রশংসা মেতে ওঠেন।