কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সুত্আর জানায়, বুধবার ১ অক্টোবর নয়টার সময় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই নুরুল হাকিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ৫নং পাঁচথুবী ইউনিয়নের চানপুর ব্রীজের উত্তর পাড়ে শ্রীপুর সড়কের উপর তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিজয় সূত্রধর (২৭), পিতা-দুলাল সূত্রধর, মাতা-রাধা রানী ,স্থায়ী: (সাং- খাড়েরা (মিস্ত্রি বাড়ি) , উপজেলা/থানা- বুড়িচং, জেলা -কুমিল্লা ও মোঃ রবিন (২৮), পিতা-কাজী জামসেদ , মাতা-হেলেনা বেগম ,স্থায়ী: গ্রাম- মাশরা (কাজী বাড়ি) , উপজেলা/ থানা- বুড়িচং, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করে।
পৃথক অভিযানে এসআই মোঃ শাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কোতয়ালী মডেল থানাধীন ০২নং ওয়ার্ড ছোটরা ফৌজদারী মোড় পূর্ব চৌমুহনী সংলগ্ন রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল এর সামনে পাকা রাস্তার উপর থেকে তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল রানা(৩৮), পিতা মৃত-কানু মিয়া, মাতা-মোসাঃ আনু বেগম, সাং-ভরাসার বাজার(মুহুরী বাড়ী), পোষ্টঃ ইছাপুর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে।
ধৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়।