ফলআপ:
অটো বাইক চালক আশরাফুলকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত ৪ ঘাতক খুনিকে গ্রেফতার করে পুলিশ। অটোর সামনে চালকের বামপাশে বসা হাসান আশরাফুলের একহাত চেপে ধরে আর ডানপাশে বসা রাজেন অপর হাত চেপে ধরে। আর পেছনে বসা আকরাম গামছা দিয়ে গলায় চেপে ধরে। এরপরই পেছনের আরেক ছিটে বসা রুবেল গলায় ছুরি চালায়। পরে তারে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ঝোপে ফেলে ঠান্ডা মাথায় অটোরিকশা নিয়ে চলে যায়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এভাবেই লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন পুলিশ সুপার আব্দুল মোমেন।
মৃত্যুর আগে মাটিতে লিখে যাওয়া ঘাতকদের নামের সূত্র ধরে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই সব আসামি গ্রেফতার ও আলামত উদ্ধার করেছে পুলিশ। মুন্সীগঞ্জের লৌহজং পুলিশ এ হত্যার সাথে সরাসরি জড়িত ৪ জনসহ ৮ জনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া অটোরিকশা ও গলা কাটায় ব্যবহৃত ছুরি। মূল হত্যাকারীরা রাতেই গ্রেফতার হয়ে যায়। তাদের দেয়া তথ্যমতে অটোরিকশা ক্রয় বিক্রয় চক্রের সদস্যদের ধরতে সকাল গড়ায়। উল্লেখ্য ২৯ সেপ্টেম্বর অটোচালক আশরাফুলকে জবাই করে হত্যার পর খুনিরা তার অটো বাইকটি নিয়ে যায় । মৃত্যুর আগে মাটিতে আশরাফুল দুজনের নাম লিখে যায়। এ সুত্র ধরেই পুলিশ বার ঘন্টায় জড়িত চার খুনিকে গে্রফতার করতে সক্ষম হয়।
এ জাতীয় আরো খবর..