গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও তার এক সহযোগিকে গ্রেফতার করে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুকসদুপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খসুরল শেখ ও রইচ সিকদার নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..